কবির একাকিত্ব

কবির-একাকিত্ব

কবির একাকিত্ব ! এ এক কবি হৃদয়ের হাহাকার। না পাওয়ার যন্ত্রনায় নিষ্পেষিত কবির আর্তনাদ। কবির আর্তনাদ কেই শুনতে পায়না, কেই দেখতে পায়না, কেউ জানতেও চায়না। কবিরা আসলে এমনি হয়। নিজেকে ভেঙ্গে চুড়ে দিয়ে তারা সমাজ গড়ে, দেশ গড়ে, জাতি গড়ে.. গড়তেই থাকে। প্রজন্মের জনক হয় এই কবিরাই..

কবির একাকিত্ব
– শওকত আকবার

মন দিয়ে কেউ ভালোবাসে নাই
নেয়নি কাছে টেনে,
স্নেহের পরশ মরিচিকা হয়েই
থাকলো জীবনে।

দূরে দূরেই রাখলো সবাই
রইলাম হয়ে পর,
হলাম নাতো আপন কারো,
কাঁদে এই অন্তর।

দুখগুলো চোখ বেয়ে তাই
বৃষ্টি হয়ে পড়ে,
বুক পাহাড়ের গা বেয়ে তা
ঝর্না হয়ে  ঝরে।

গোপন ঘরেই থাকলো পরে
আমার সকল দুখ,
জানবে না কেউ কোনোকালেই
থাকলাম হয়েই মূক।

পাথর হয়েই এই জীবনের
হবে হয়তো সারা,
জানবেনা কেউ, “একাই ছিলাম”
ছিলাম “আপন হারা” ।

আরো কবিতা:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *