বলছি শুনো একটি বাংলা কমিউনিটি ব্লগ। কমিউনিটি ব্লগ মানেই সবার জন্য উন্মুক্ত। যে কেউ এখানে লিখতে পারেন যদি তার লেখা মানসম্মত হয়। উন্মুক্ত মতামত, কবিতা, বাণী, ইতিহাস, ইসলামিক আর্টিকেল নিয়ে লিখতে পারেন সহজেই।
যদি আপনি আগ্রহী হন, তাহলে নিম্নোক্তভাবে খুব সহজেই লেখা শুরু করতে পারেন:
নিবন্ধন প্রক্রিয়া:

যোগ দিন মেনুতে ক্লিক করুন।

ফেইসবুক/গুগল দিয়ে লগইন করুন বাটনে ক্লিক করুন। অনুমতি দিন। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে কিছু সময় দিন।যদি ফেইসবুক/গুগল দিয়ে রেজিস্ট্রেশন করতে না চান
আপনার প্রথম পোস্ট লেখার পালা
যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তারা জানেন ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজেই একটি পোস্ট করা যায়। লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটি আপনি পাবেন তাতে Posts > Add New তে ক্লিক করুন। অথবা এই + (প্লাস) চিহ্নতে ক্লিক করে Post-এ ক্লিক করুন:

পরবর্তী ধাপগুলো ছবিতে দেখুন:

পাবলিশ বাটনে ক্লিক করার পর “সাবমিট ফর রিভিউ” বাটন আসবে। এটিতে ক্লিক করলেই পোস্টটি আমাদের কাছে চলে আসবে। আমরা পোস্টটি প্রকাশযোগ্য মনে করলে প্রকাশ করবো।
কোন পোস্ট প্রকাশিত হওয়ার পর সেটি এডিট করতে বা ডিলিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাই সাবমিট করার পূর্বে পোস্টটি ভালো করে দেখে নিন। যদি কোন ব্লগারের একাধিক মানসম্মত লেখা প্রকাশিত হয়, তাহলে তিনি তার পোস্ট সরাসরি পাবলিশ করার সুযোগ পেতে পারেন।
শুভ ব্লগিং।
সংযোজন: আমাদেরকে ইমেইল করেও লেখা পাঠাতে পারেন। আমাদের ইমেইল এড্রেস:bolchishuno@gmail.com