আল্লাহ্’র প্রশংসায় পড়ুন

আল্লাহ্’র প্রশংসায় পড়ুন :

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيم, لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله, اللّهُـمَّ اغْفِـرْ لي
সুব্হানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযিম, লা হাওলা ওয়ালা, ক¦ুওয়াতা ইল্লা বিল্লাহ্, আল্লাহুম্মাগ ফিরলি
অর্থ: মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

আল্লাহ্’র প্রশংসায় পড়ুন :

উচ্চারন ও অর্থ:

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيم
উচ্চারন: সুব্হানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযিম
অর্থ: মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله
উচ্চারন: লা হাওলা ওয়ালা ক¦ুওয়াতা ইল্লা বিল্লাহ্
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই

اللّهُـمَّ اغْفِـرْ لي
উচ্চারন: আল্লাহুম্মাগ ফিরলি
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

আল্লাহ তায়ালা পবিত্র, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যতই থাকুক না কেনো যদি আল্লাহ তায়ালা তাওফিক না দেন তা কোনো ধরনের উপকারেই আসে না। আল্লাহ তায়ালার সত্ত্বা সব কিছুর ঊর্ধ্বে, সব শক্তিধর বস্তু আল্লাহ তায়ালার সামনে একেবারে তুচ্ছ ও ছোট।

আর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তারই গুনগান করার জন্য। তার আদেশ নিষেধ মেনে জীবন চালানোর জন্য।

আমাদের মানব জাতির করনীয় সর্বদা সেই স্রষ্টার প্রশংসা করা, তাঁর কাছে আত্নসমর্পন করা এবং তাঁরই কুদরতি পায়ে নিজেদের মাথা ঠেকানো। আর মুখে ‍মুখে সব সময় তাঁরই তাসবিহ পাঠ করা ও তাঁরই প্রশংসা করা। আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট এইসব আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *