৫ ওয়াক্ত নামাযের অজিফা

৫ ওয়াক্ত নামাযের অজিফা : মুসলমানদের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ এবাদত। আর এই সকল ফরজ ইবাদত গুলোর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে অন্যতম। একজন মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পর সব সময় আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের আমল করে থাকেন। আর যে যত বেশি আমল করতে পারবে আল্লাহ তাআলা তার উপর তত বেশি সন্তুষ্ট হবেন এবং তাকে তত বেশি সওয়াব দান করবেন।

৫ ওয়াক্ত নামাযের অজিফা :

 

১. ফজরের নামাযের পর ১০০ বার পড়ুন :

আরবি :   هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ

উচ্চারণ : হুয়াল হাইয়্যুল কাইউম ।

অর্থ : তিনি জীবিত ও অবিনশ্বর ।

২. যোহরের  নামাযের পর ১০০ বার পড়ুন:

আরবি :   هُوَ اَعْلَى الْعَظِيْم

উচ্চারণ : হুয়াল আলীউল আজীম ।

অর্থ : তিনি শ্রেষ্ঠতম ও অতি মহান ।

৩. আসরের নামাযের পর ১০০ বার পড়ুন:

আরবি :    هُوَ الرَّحْمَنُ الرَّحِيْمُ

উচ্চারণ : হুয়াল রাহমানুর রাহীম ।

অর্থ : তিনি কৃপাময় ও করুণানিধান।

৪. মাগরিব নামাযের পর ১০০ বার পড়ুন:

আরবি :    هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

উচ্চারণ : হুয়াল গাফুরুর রাহীম ।

অর্থ : তিনি পাপ মার্জনাকারী ও দয়াময় ।

৫. ঈসা নামাযের পর ১০০ বার পড়ুন:

আরবি : هُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ

উচ্চারণ : হুয়াল লতিফুল খাবির ।

অর্থ : তিনি অতিশয় সতর্কশীল ।

মহাল আল্লাহ্ আমাদের পাঁচ ওয়াক্ত নামায বাদ উক্ত তসবিহ পাঠ করার তৌফিক দান করুন । আমীন!

আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থতার সাথে নেক আয়ু দান করুন এই দোয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *