বলছি শুনো একটি বাংলা কমিউনিটি ব্লগ। কমিউনিটি ব্লগ মানেই সবার জন্য উন্মুক্ত ব্লগ। যে কেউ এখানে মান্সম্মত লিখা লিখতে পারেন।
এক কথায় এটি জনগণের ব্লগ। লেখকগণ তাদের সকল ধরনের মতামত, দর্শন, গল্প তুলে ধরেন লিখিত আকারে, ছবির মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে। আমরা সেসব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যেকোন প্রান্তে ছড়িযে থাকা বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দিই।
জীবন ছোট বলেই মহান। এই ছোট্ট জীবনের অনেক সময় আমরা ব্যায় করি অনলাইনে। আপনার সেই সময়কে অর্থবহ করে তুলতে বলছি শুনো চেষ্টারত। আমাদের ব্লগ থেকে আপনি জানতে পারেন সমসাময়িক সকল অসংগতি নিয়ে উন্মুক্ত মতামত। তা হতে পারে রাজনীতি, সমাজ নীতি, মানবতা, ধর্ম নিয়ে।
কবিতা, ছড়া, প্রবন্ধ, হাস্যরস, খেলাধূলা, বিতর্কিত বিষয় নিয়ে আমরা লেখা প্রকাশ করে থাকি যেন পাঠকরা তাদের মতামত তুলে ধরতে পারে।
চারপাশে ঘটে যাওয়া ঘটনা, এলোমেলো ভাবনা, আপনার অভিব্যক্তি, আপনার ভালো লাগা, ভালো না লাগা সকল বিষোয়ের নিজস্ব অভিমত।
মন্তব্য করতে পারেন সকল লেখকদের লিখা নিয়ে। একজনের মতাদর্শ অন্যের সাথে কখনোই শতকরা মিলতে নাও পারে।
সেই সাথে আমাদের চারপাশে ঘটে যাওয়া সেরা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে সচেষ্ট রয়েছি আমরা। আমরা কথার বৈচিত্র্যকে তুলে ধরার চেষ্টা করি যা সবসময় কথোপকথনের অংশ হয়ে উঠে না। আমরা আন্তরিকতার সাথে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন দৃষ্টিকোণকে তুলে ধরার চেষ্টা করি। আমরা যখনই সম্ভব একাধিক সূত্রের মাধ্যমে তথ্য যাচাই এবং নিশ্চিত করার চেষ্টা করি।
বিভিন্ন মনীষীর বাণী আপনাদের সামনে তুলে ধরার জন্য রয়েছে আমাদের বাণী বিভাগ – বাণী চিরন্তনী। আমরা বিশ্বাস করি একটি বাণী জীবনকে বদলে দিতে পারে।
আপনার মস্তিষ্ককে শানিত করতে রয়েছে প্রাচীন ও আধুনিক ধাঁধার এক চমৎকার সমাহার – ধাঁধা উত্তর সহ।
একটি ম্যাগাজিন যেমন জীবনের বিভিন্ন দিককে তুলে ধরতে চায় তেমনি চাই আমরাও। ইতল বিতলকে তাই একটি অনলাইন ম্যাগাজিনও বলতে পারেন।
আমাদের লক্ষ্য
মানুষের অভ্যন্তরীণ সুকুমারবৃত্তির বিকাশ, জ্ঞানের চর্চা, সিটিজেন জার্নালিজম, অন্যের কল্পনার প্রকাশের মাধ্যমে আপনার কল্পনাশক্তির উন্মেষ ঘটানোই ইতল বিতলের উদ্দেশ্য।
ভিত্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা প্রদান করা হয়েছে। ৩৯ নং অনুচ্ছেদের ২(ক) তে প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করেই ইতল বিতল প্রতিষ্ঠিত।
যোগাযোগ
বলছি শুনো ব্লগ সম্পর্কে যেকোন বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেইল এড্রেস:bolchishuno@gmail.com