
ফ্যাকাশে কবিতা
Updated on May 5, 2025
ফ্যাকাশে কবিতা
– মোহম্মদ শওকত আকবার
কবিতার রং আজ ফ্যাকাশে
হারিয়ে যাচ্ছে আমাদের কবিতা
তাই মানুষের মন আজ পাথরের চেয়েও শক্ত
মানুষের চোখ আজ জুজুর মতো ভয়ংকর
আর ব্যবহার সেতো নিষ্ঠুর নির্মম
কোমলতা অভিধানে আজ অস্পষ্ট
মনুষ্যত্ব আজ মরিচিকা
অভিনয় আর অসত্য দখল করেছে কবিতার পংক্তিমালা