
ভালোবাসার মাপকাঠি
ভালোবাসার জন্য হাতরে ফিরি, মিছে মিছিই.. মন মানেনা। কেউ ভালবাসেনা; বুঝি। তারপরেও আবার.. হাত বাড়াই.. মন মানেনা.. সর্বস্ব দিয়ে ভালোবাসি। হৃদয় উজাড় করে ভালোবাসি। কতটুকু ভালোবাসলে যে ভালোবাসা পাওয়া যায়, সেই মাপকাঠিটাই বুঝি না। সমগ্র জীবনে বুঝলামও না। তৃষ্ণার্ত পথিকের ন্যায় ভালোবাসা খুজেঁ ফিরি, পাত্রে অপাত্রে। ভালোবাসার তৃষ্ণা মেটানোর জন্য। মেটে না.. ছোটো বেলায় মা…