মা আমার মা, আমার ভালোবাসার মা, যাকে হারিয়েছি সেই ছোটোবেলায়। এখনো প্রতি মুহুর্তে চোখের কোনে জল আসে নিজেরি অজান্তে, তার কথা মনে পড়ায়। জিবনের অনেক বেলা হয়ে গ্যাছে, তবুও মায়ের কোমল হাতের ছোঁয়া ক্ষনে ক্ষনে মিস করি। এই অপূর্ণতা নিয়েই হয়তো জিবনের প্রদীপ নিভে যাবে এক সময়…
মা, মাগো, আমার আদরীনি মা, সোহাগিনী মা ! তুমি ক্যামন আছো ঐ জগতে ? আমি আজ অ-নে-ক বড়ো হয়েছি, একা ঘুমোতে ভূতের ভয় করেনা। এ্যা-ম-ন বড়ো । তারপরেও আমার ভেতরটা হা হা করে, গুমড়ে গুমড়ে কাঁদে। সে ক্রন্দন কাউকে দেখাতে পারি না।
কেঁদেই চলি, শুধু কেঁদেই চলি…

মা, তুমি ভালো থেকো! সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখুক, প্রতিদিন তোমার জন্য হাত তুলে এই প্রার্থনা করি।