ফ্যামিলির ম্যাম্বারদের সুখি ও সর্বদা হাসিখুশি রাখার জন্য আমরা তাদের সাথে যে সময় অতিবাহিত করি, তার চেয়ে বেশী সময় অতিবাহিত করি কর্মস্থলে। সেক্ষেত্রে কর্মস্থলই আমাদের সেকেন্ড ফ্যামিলি। সুতরাং সেখানকার মানুষ বা কলিগদের খুশি বা সুখি রাখার দায়িত্বও আমাদেরই। আসুন কর্মস্থলে সকলকে সুখী বা খুশি রাখার জন্য সকলেই চেষ্টা করি। ভালোবাসায় যেন ভরে থাকে আমাদের সেকেন্ড ফ্যামিলি.. মোহাম্মদ শওকত আকবার
আপনা কথন
