
আমি অমর
কি করে আর নির্লজ্জ বাতাস বয়তে চায়
রাস্তার নর্দমার গন্ধ আবার ছড়াতে চায়-
বিবেকরত মাটি জেগে থাকবে যুগ রাত
এই আমার ফসলি আইল পাথারের চারপাশ;
যে নির্লজ্জ চোখে প্রেম শেখাতে পারিনি-
দিয়েছে রক্তমাখা হাত কিংবা বিদ্বেষের পাহাড়!
তবু লাল সবুজের মাটি বার বার করেছে অবক্ষয়
লেবাস ছিল অট্টহাসির দেওয়াল, পাষাণ ছিল-
বুকের উপর পা রেখে চাকু চালানোর আনন্দ
শুধু নির্লজ্জ মনেই ভাবতে পারে আমি অমর।
১৭-৫-২৫
Subscribe
Login
0 Comments