
হাওরের কবি খ্যাত মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর কবিতার আবৃত্তি সংকলন-১
হাওরের কবি খ্যাত কবি হাবিবুল্লাহ হেলারীর কবিতায় হাওর জনপদের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনবোধের প্রতিফলন দেখা যায়। অপরুপ বাচনভঙ্গী, আধুনিকতায় ফুটে উঠে বাস্তবতা, মানুষের হাসি-কান্না, প্রেম-ভালোবাসার অন্তর্নিহিত বোধ।
সূচিপত্র
বিকৃত অন্তর্জাল ও একটি বিভাজিত প্রতিচ্ছবি
হাওর ভূমির জলে রবি খোঁজে মানুষ
চৈতন্যের অভিযাত্রা
আমি এক অন্ধ কবি
বারুদফুল
কবি পরিচিতি

নাম : মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
শিক্ষা ও ছেলেবেলো
বাংলাদেশের হাওর জনপদের এক নিবেদিতপ্রাণ কবি, লেখক ও সাংবাদিক। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে স্নাতক, সিলেট ল’ কলেজ থেকে এলএলবি এবং লিডিং ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাহিত্যের অনুরাগী
কৈশোর থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এবং হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
অবদান
তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে:
- একাত্তরের যুদ্ধবীর
- প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ)
- মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক
- ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা
- কুড়ানো সুখ (কবিতাগ্রন্থ)
- স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ)
সম্পাদনা
হেলালী সাহিত্যের ছোটো কাগজ ‘বাঁশতলা’র সম্পাদক।
উপপাদ্য
কবি হাবিবুল্লাহ হেলারীর কবিতায় হাওর জনপদের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনবোধের প্রতিফলন দেখা যায়। তিনি বলছি শুনো ডট কম, বাংলা কবিতা ডট কম সহ বাংলাদেশ ও কোলকাতার বিভিন্ন অনলাইন পত্রিকায় সক্রিয়ভাবে কবিতা প্রকাশ করে থাকেন। দুই বাংলায় জনপ্রিয় এক আধুনিক ’হাওরের কবি’।
অর্জন
“হাওরের কবি“ মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী