
ডিজিটাল তৃষ্ণা ও গোলাপের রিফ্রেশ রিকোয়েস্ট
ডিজিটাল তৃষ্ণা ও গোলাপের রিফ্রেশ রিকোয়েস্ট
বৃষ্টির ধাক্কায় নদী উথলে ওঠে
ব্যানার ছিঁড়ে পড়ে যায় পোস্ট-বাসনা,
ছাতার নিচে প্রেম নয়—
ধোঁয়ায় ঢাকা মুখোশের ভেতর
ভিজে যায় নিঃশব্দ বিশ্বাস।
গোলাপে ফেটে পড়ে তৃষ্ণারা
পাঁপড়ির কাঁধে জমে থাকে সংবেদনহীনতার ধূলি।
নিউজফিডে ঝরে পড়ে মেঘ—
আর কেউ ফিরে তাকায় না আকাশের ভাষায়।
তবু যারা ভিজে, তারাই বাঁচে—
যারা কাঁপে, তারাই জাগায় পৃথিবী…।
Subscribe
Login
0 Comments