
ভাষাহীন চিঠির ভিতরে আমরা ছিলাম
ভাষাহীন চিঠির ভিতরে আমরা ছিলাম
পলির গন্ধে মিশে থাকে
অক্ষরহীন একটি চিঠি—
যেটি লেখা হয়নি কখনো,
তবু ভেসে আসে
মউজদীনের গলি ধরে
যাপিত দিনের মৃত আলো।
একটি গাছের নিচে
নির্বাসিত কাব্যপত্র—
বাতাসে ওড়ে, কখনো ছিঁড়ে যায়
শব্দে শব্দে জমে ওঠে
মাটি ও জলের গোপন চুক্তি।
স্মৃতির হরফ ধুয়ে যায় ধীর জোয়ারে
তবু বাক্য থেকে যায়,
ভুলে যাওয়া যায় না সেই শব্দ
যা
লিখে যায় আমাদের—
কবিতার আগেই…।
Subscribe
Login
0 Comments