
প্রসন্ন উদ্বেগ
প্রসন্ন উদ্বেগ
এক দাগ কাটা স্যালুটের হাত দুটো
পূর্ণিমা চাঁদ, ঝল ঝল ভবে খসে পরে রাত;
সীমাহীন কষ্ট গুলো শুধু আলোকিত-
আইল পাথার খুঁজে ফেরে সোনালি দিশারি;
এভাবেই দাগ কাটা ইতিহাস, একদিন
অম্লান করে তরুণের স্লোগান মিছিল
মুছে যাওয়ার ভয় যেনো- না হয় ছিরা
খেতা বালিশ,কিংবা চুরি করা হাঁস মুরগী,
তবু মনের চঞ্চল চোখে দাগ কাটা রক্তাক্ত
কেনো- বলো কেনো এই প্রসন্ন উদ্বেগ।
১৪-৫-২৫
Subscribe
Login
0 Comments