
কোটি টাকার ছবি
আজ শোকের দাম কোটি টাকা
তবু বন্ধু বাজার নাই- ঘাট নাই-
স্বপ্ন আফসোসে হচ্ছে কেনা বেচা
পূর্ণিমা রাতে ধুমধাম নেশার রাজা;
কত টাকা সরিষা দাম, নাকে তেল
গোফে আটা- কত শোকে দুধে মাঠা;
কত সাধু চুন্নি রাঙা গল্প, সবিই আজ
শোকের ভাবে পাগল, দুধে ভাতে পান্তা
সাপের গর্তে শান্তি বিষে হয়েছে রঙিন
এ শোকের দাম ভাই কোটি টাকার ছবি
আরো পড়ুন:
চমৎকার লিখেছেন। আসুন আমরা পাশাপাশি থাকি।
কৃতজ্ঞতা রইল কবি হেলালী দা
“আজ শোকের দাম কোটি টাকা” – চমৎকার বাচন, এর ব্যাখ্যা চাই কবি;
কৃতজ্ঞতা রইল
[…] কোটি টাকার ছবি […]
কৃতজ্ঞতা রইল ইরার ইড়ান
[…] কোটি টাকার ছবি – সরকার আলমগীর […]
কৃতজ্ঞতা রইল