
কোথায় তুমি নজরুল
কোথায় তুমি নজরুল
কোথা সেই হুংকার,
যালিমের বুকে কাঁপন
ধরাতে যে বারবার।
খুব বেশি প্রয়োজন
তোমায় আজ আমাদের,
কলমের অসি নিয়ে
ডাক দাও যুদ্ধের।
ফিরে এসো বিদ্রোহী
ডাকে লাখো বুলবুল,
ভোর হলো, আখি খোলো
শুনো ঐ কলরোল।
কালিমার ঝান্ডা
থেমে গ্যাছে দেখো আজ,
সত্যের দুনিয়ায়
অসত্যের চলে রাজ।
মানবের খুনে লাল
হয়েছে নীল আসমান,
গায়না কেউ আর
মানবতার জয়গান।
মানবের খুন ভাসে
সাত সাগর, সাহারায়,
মুসলিমের কাঁপে বুক
যালিমের শংকায়।
যালিমের লৌহকপাট
ভাংতে আজি ভয় পাই,
অসত্যের ডামাডোলে
সত্যের ঠাঁই নাই।
এসো হে বিদ্রোহী
ডাক দাও সত্যের,
কালিমার বাণী দিয়ে
সাজাও নতুন পদ্যের।

Subscribe
Login
0 Comments