
জলবন্দি প্রার্থনা
Updated on May 21, 2025
জলবন্দি প্রার্থনা
সবুজের পাল, হাওরের জিহ্বায়
আমি জলবন্দি, ভাষাহীন এক যাত্রী
ভাসছি সময়ের ত্রিমাত্রিক স্বপ্নে—
আলো নয়, ছায়ায় মুখর
আমার নিঃশব্দ প্রেম
গ্রামছেঁড়া,
পৃথিবীর পরিত্যক্ত মানচিত্রে
এ এক ক্ষণজন্মা চেতনার ঢেউ—
আশ্রয় কেবল
ভেসে থাকা ও বিকেলভাজা বিস্মরণ
যেখানে ডুব মানে
শাপলা-ঢেউয়ের ঘর,
আর স্মৃতিরা কবিতা—
পানকৌড়ির গলায় গাঁথা দুর্বিনের গান…।
Subscribe
Login
0 Comments