
জীবন সায়াহ্নে
Post Views: 10 জীবন সায়াহ্নে কিভাবে কখন যে পৌঁছে গ্যাছি, টের পাইনি। পূবের রবি ডুবে যাবে খানিক বাদেই। ঘোর অমানিশায় হারিয়ে যাবে এই অহমিকার জীবন। কে আমি ? কি ছিলাম ? কিইবা আমার পরিচয়, ঘুঁচে যাবে নিমিষেই। পেছনে পড়ে থাকবে একটি মিছে মায়ার সীমাহীন পৃথিবি। যার হাতে আমার জীবনের নাটাই! এবার বুঝি সেই ঘুড়িওয়ালা সুতো…