আমি স্বপ্ন দেখিতে ভালোবাসি

আমি স্বপ্ন দেখিতে ভালোবাসি! স্বপ্ন দেখি সুখি সমৃদ্ধ বসবাস করিবার একখানা সুখের নীড়, শান্তির সুবিশাল ছায়াতলে বাবা মা ভাই বোনের হাসি উপচে পড়া একখানা পরিবারের, হৃদয়ের সহিত হৃদয়ের বন্ধন, গর্ভধারিনি মায়ের শান্তির হস্ত সন্তানের মাথে, ভাইয়ে ভাইয়ে আলিঙ্গন, বোনের অকৃত্রিম ভালোবাসা, বাবার রক্ত চাইনীর অপর প্রান্তে সিমাহিন ভালোবাসার বয়ে যাওয়া সুবিশাল একখানা নদি..

নীড় ছাড়িয়া মুক্ত বিহংগের মতোন উড়িয়া যাইতে চাহি আমার সমাজ পানে, যেইখানে থাকিবে মন উজার করিয়া কথা কহিবার মতোন কিছু বন্ধু বান্ধব.. দুঃখ সুখের কিঞ্চিত ভাগাভাগি, গরম চায়ের কাপে ঠোট স্পর্শ করিয়া দেশ, জাতি, ধর্ম লইয়া একটু আধটু বাক বিতিন্ডা, একটুসখানি খুন সুটি..

আমি গমন করিতে চাহি দেশ মাতৃকার নিকট.. যেই ধরার মাটিতে আছাড় খাইতে খাইতে দাঁড়াইয়াছি, যেই ধরা আমাকে একখানা পরিচিতি দিয়াছে, যেই ধরার আলো বায়ু আমাকে জড়াইয়া ধরিয়া আগলাইয়া রাখিয়াছে, যেইখানে নাই রক্তের গঙ্গা, নাই হানাহানি, কাটাকাটি, নাই ক্ষমতার জন্য উন্মাদনা, অর্থ বিত্ত বৈভবের জন্য নাই চরম পর্যায়ের হাহাকার,

নীল স্বচ্ছ সুবিশাল গগন পানে চাহিয়া কহিতে চাহি, আমি সুখি.. আমি সুখি.. আমি শান্তিতে সমৃদ্ধ..

আমার মা, মাটি, দেশ; আমার ভালোবাসা..

আমার ধরনী.. ভালোবাসায় টই-টুম্বুর..

আমি স্বপ্ন দেখিতে ভালোবাসি ! শেষের পরে অবশেষে আমি স্বপ্ন দেখিতেই থাকিবো..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *