বালুচর প্রণয়

বালুচর প্রণয়
সরকার আলমগীর
ঐ মন চক্ষুর ঢেউয়ে
অবহেলিত আমার পৃথিবী;
ভেসে যাচ্ছি, কষ্টের উত্তাল সাগরে,
সাদা মেঘের দলগুলো ছিন্ন ভিন্ন-
বুকের নদীতে বালুচর প্রণয়!
জোয়ার উঠে না- বর্ষার প্রান্তর;
তবু মনচক্ষু ফিলিস্তিন রক্তাক্ত লাশ;
বিবেকহীন সুখগুলো তাকায় না
এই আকাশ কিংবা দলছুট তারার দৃষ্টি
শুধু চাঁদের পানে হাতছানি আর্তনাদ।
২৫-৬-২৫
Subscribe
Login
0 Comments