মাংসের হিসাব করা মন্দ

মাংসের হিসাব করা মন্দ
সরকার আলমগীর
ত্যাগের হিসাব এখন মাংসতে করে
কত কেজি মাংস হলো- টাকার হিসাব কষে;
কোরবানিটা এখন প্রতিযোগিতা, লোক দেখানো
ত্যাগের মহিমায় শুধু কথায় কথায় রক্ত
আল্লাহ কোথায় ভয় ভিতি নাই ভণ্ড;
ত্যাগের হিসাব চোখ বুলিয়ে যাও
খুশিতে বাও- আল্লাহ রাসুল কি চাও!
মাংসের হিসাব কিতাব বন্ধ করে দাও;
ত্যাগের মহিমায় কোরবানী করো-
যে ভাবে বলা আছে কুরাআন হাদিসে;
তাই মাংসের হিসাব করাটা মন্দ।
২৮-৫-২৫
Subscribe
Login
0 Comments