
মাটির হৃদয়ে তুমি
মাটির হৃদয়ে তুমি
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
জলশূন্য দিনে তুমি
আকাশবর্ণ উচ্চারণ
আমি কাদামাটির পাতা
ভিজে যেতে যেতে প্রেমে ধরা পড়ি
তোমার ছোঁয়া মানে বৃষ্টির প্রথম চুম্বন
ফসলে জেগে ওঠা গান
আমার ফাটলে তুমি রোপণ করো শব্দ—
প্রেম, এক কৃষিকাজ
যেখানে কবিতাই বীজ, ভাষা তার মূল
তীব্র নিরবতা থেকে জন্ম নেয় বাক্য
নিজেকে গড়তে গেলে
প্রেম আর ভূমি—দুইই হতে হয় উর্বর..।
Subscribe
Login
0 Comments