
কি লিখি কবিতা
কি লিখি কবিতা
কবিতা কত রঙের পিঠ হয়ে গেছে
ভাবতেই বেদনা আর কবিতা কে
ছুঁইতে চায় না মন-ছুঁইতে চায় না-
শুঁকে যাচ্ছে সমস্ত নদ ভরা কালি;
এক দিকে কবিতা বেওয়ারিশ লাশ
অন্য দিকে ধর্ষণ খুন, আর কত কি?
এই হলো আজ কাল কবিতার রূপ!
কি ভাবে কবিতা স্বর্গ খুঁজে পাবে-
নরক যে হাতের মুঠোয়- চায়লেই
কবিতা হাসে উঠে,কি লিখি কবিতা,
কবিতার পিঠ স্বর্গ নরকে একাকার।
২৭-৫-২৫
সরকার আলমগীরের সকল পোষ্ট এক সাথে দেখতে ক্লিক করুন..
Subscribe
Login
1 Comment