
কি লিখি কবিতা
কি লিখি কবিতা
কবিতা কত রঙের পিঠ হয়ে গেছে
ভাবতেই বেদনা আর কবিতা কে
ছুঁইতে চায় না মন-ছুঁইতে চায় না-
শুঁকে যাচ্ছে সমস্ত নদ ভরা কালি;
এক দিকে কবিতা বেওয়ারিশ লাশ
অন্য দিকে ধর্ষণ খুন, আর কত কি?
এই হলো আজ কাল কবিতার রূপ!
কি ভাবে কবিতা স্বর্গ খুঁজে পাবে-
নরক যে হাতের মুঠোয়- চায়লেই
কবিতা হাসে উঠে,কি লিখি কবিতা,
কবিতার পিঠ স্বর্গ নরকে একাকার।
২৭-৫-২৫
সরকার আলমগীরের সকল পোষ্ট এক সাথে দেখতে ক্লিক করুন..
সন্মানিত কবি,
ই-মেইলে আপনার কোন রেসপন্স না পেয়ে কমেন্ট বক্সের শরনাপন্ন হতে হলো। আমাদের সাইটে প্রতি নিয়ত আপনার পোষ্ট দেখে আমরা আনন্দিত। যোগাযোগের জন্য দয়া করে আপনার প্রফাইলে কন্টাক্ট নাম্বার সংযোগ করুন। আমরা অতি সত্বর ঈদের শুভেচ্ছা জানাতে আপনাদের সাথে যোগাযোগ করবো।
ধন্যবাদ,
এডমিন,
বলছি শুনো
দুঃখিত অফিসে খুব ব্যস্ততা কঠিন সময়