
কোন বুনো ফুল
স্মৃতি গলে পড়ছে যে ছোঁয়াছে আলো
আর্ত চিৎকারের গভীর অরোরা–
বিচূর্ণ রাতের নগ্নতায়
চাঁদের বিপরীত ছায়া
আজন্ম করেছি আমি বিষ আস্বাদন!
যান্ত্রিক অংকে মাপা যে নিয়ন
ভুতুড়ে সোডিয়াম আলোর দ্যুতি
অনন্ত মুক্ততার বিদ্রুপ তার যেন
নিজে গিলে আত্নবিকৃত অনুভূতি!
কোথা ও নির্জন সৌন্দর্য তবু
বুনো হাওয়ায় খেয়ে যায় দোল
তারাদের ক্ষীন আলোর তরঙ্গে জেগে
অদ্ভুত দ্যোতনা পান করে কোন
বুনো ফুল।
Subscribe
Login
0 Comments