বিলুপ্তি
দিনের শেষে পথটা ওখানেই শেষ
তারপর ঘুমের রাজ্যে দাসত্ব বিবেক
আর চলতে পারে না হিংসা কিংবা
অহমিকার মন বাসনার খাঁট; হঠাৎ
একদিন স্মৃতির নর্দমার থালাতে
উৎসবের বাসর হাসি, কান্নাটা হবে
বালুচর নদী- সত্যই তবে দিনশেষে
নেম্পহীন রাতের শব্দহীন চিৎকার;
শুনে না আর প্রেমময় পৃথিবীর স্বজন
এভাবেই একদিন বিলুপ্তি কিয়ামত।
৭-৫-২৫
এই অল্প সময়ে ভুমিষ্ট হওয়া বলছি শুনো’তে চমৎকার চমৎকার কবিতা, আর্টিকেল পাবলিশ হচ্ছে। সকল লেখককে বলছি শুনোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। চমৎকার সব কবিতা, মুক্তমত, বাংলায় উক্তিতে ভালো, মন্দ নিয়ে বেশী বেশী কমেন্ট করুন। উৎসাহিত করুন সকল সন্মানিত কবি ও লেখকদের। তর্ক বিতর্কে বের করে আনুন প্রতিটি আর্টিকেলের অন্তর্নিহিত ভাবধারা।
ভালো থাকুক দেশকে ভালোবাসার সকল কবি ও লেখকরা । তারা ভালো থাকলেই এগিয়ে যাবে আমার দেশ, সৃষ্টি হবে সুশিক্ষায় শিক্ষিত আলোকিত নতুন এক প্রজন্ম।
স্যালুট সকল কবি ও লেখকদের।