
ধোঁয়ার গণতন্ত্র
ধোঁয়ার গণতন্ত্র
লোবানের ধোঁয়া আজ
আকাশের কপাল ঢাকে—
বিপন্ন বটগাছও জানে
এই ছায়া কোনো আলো নয়।
ঘুড়ির সুতোয় বাঁধা ছিল
ভাত, ভোট আর বৃষ্টির গান,
কিন্তু বাতাস বদলালে
ঝাণ্ডা বদলায় রঙ।
উল্টানো কলসের মতো
শূন্য প্রতিশ্রুতি বাজে পাড়ায়,
‘বর্ষা আসছে’—এই মিথ্যে ছড়ায়
মাইক-কণ্ঠে বৃষ্টি নয়, শুধু শব্দ।

হাওরের জলে ডুবে আছে
প্রাচীন গর্জনের চাষাভুষো মুখ,
তারা জানে, কাদা থেকে জন্ম নেয় ফসল,
কিন্তু ফ্যাসিবাদের ডাঙায়
শুধু জন্মায় ভোগলিপ্সার শেকড়।
ধানখেতে ফেরে না এখন
বাঁশিওলা রাখাল,
তারা দাঁড়িয়ে থাকে
স্মার্ট কার্ডের লাইনে
ভাঙা বাঁশির মতো নীরব।
আমরা খুঁজি—
এই দেশের মুখ কোনটা?
বিবর্ণ পতাকা না কি
বিপন্ন শালিকের ডানা?
এই অল্প সময়ে ভুমিষ্ট হওয়া বলছি শুনো’তে চমৎকার চমৎকার কবিতা, আর্টিকেল পাবলিশ হচ্ছে। সকল লেখককে বলছি শুনোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। চমৎকার সব কবিতা, মুক্তমত, বাংলায় উক্তিতে ভালো, মন্দ নিয়ে বেশী বেশী কমেন্ট করুন। উৎসাহিত করুন সকল সন্মানিত কবি ও লেখকদের। তর্ক বিতর্কে বের করে আনুন প্রতিটি আর্টিকেলের অন্তর্নিহিত ভাবধারাভালো থাকুক দেশকে ভালোবাসার সকল কবি ও লেখকরা । তারা ভালো থাকলেই এগিয়ে যাবে আমার দেশ, সৃষ্টি হবে সুশিক্ষায় শিক্ষিত আলোকিত নতুন এক প্রজন্ম।
স্যালুট সকল কবি ও লেখকদের।।
সাথেই থাকুন। ভালোবাসা জানবেন