
শব্দের ঘ্রাণে উড়ে যাই স্বপ্নের পাখনায়
হাওয়ার শরীরে হঠাৎ জেগে ওঠে চিত্রকল্পের ঘূর্ণি,
আমি লিখি—তোমার ছায়া হয়ে ওঠে কবিতার মুখ।
স্বপ্নেরা এখন শব্দের ঠোঁটে রাখে জ্যোৎস্নার চুমু,
প্রতিটি বাক্য একেকটা প্রজাপতির মিথ,
নিঃশব্দতাও আজ উপমার মতো কথা বলে…।
Subscribe
Login
0 Comments