
জলডানার দেশ
হাওরের বুক চিরে হাঁটে এক স্মৃতিপথ,
পায়ের নিচে কাদা নয়—
প্রাচীন প্রার্থনার মতো থমকে থাকা জল।
আজরফের পঙ্ক্তি ভেসে আসে কচুরিপানায়—
“মানুষই ধর্ম, প্রেমই পরমতত্ত্ব”
একটা ঘুঘু গেয়ে ওঠে করিমের লিরিকে—
জলেই জন্ম, প্রেমেই পুনর্জন্ম— আমার কবিতা জলডানার দেশ…।
Subscribe
Login
0 Comments