
শব্দাবশেষে নির্বাক আত্নচিত্র
Updated on May 18, 2025
শব্দাবশেষে নির্বাক আত্নচিত্র
আমি কবিতা হতে পারিনি
ভাষারা ঝরে পড়ে
রাতকানা জ্যোৎস্নার পিক্সেলে
স্মৃতিরা ফাঁসায়
একটা বিষণ্ন প্লেলিস্টে
বোধের প্রতিটি ট্র্যাক এখন
ভাঙা বাঁশির আত্মপুঞ্জি
উপমারা জেগে ওঠে না
পঙ্ক্তিরা হাওরে ডুবে থাকা ড্রোন
ঘুঘুর গলায় জড়িয়ে থাকে
পাগল হাসানের লিরিক
বিরহের চিত্রকল্পেরা
একটা ধানের শীষের মতো কেঁপে ওঠে
তবু শব্দের গন্ধ আমি টেনে নিই তালুতে
একটি অসমাপ্ত শোকগান
আমার কণ্ঠনালীতে বাসা বাঁধে
হাওরের সন্ধ্যায় ফিরে যাই একা
জলরেখা চোখের ছায়া হয়ে দাঁড়ায়
আর ঠোঁটে কাঁপে
কবিতা না হওয়ার আর্তনাদ
ভাষাহীনতা নিজেই হয়ে ওঠে কবিতা
আমি নৈঃশব্দ্যের ভিতর বুনে যাই শোকের সংগীত…
Subscribe
Login
0 Comments