অবাক সময়.. সময়, ধরা যায়না, ছোঁয়া, যায়না, বেঁধে রাখা যায়না, দেখাও যায়না – মহান সৃষ্টিকর্তার তৈরি এক আজব খেলা। সময় নিয়েই এই পৃথিবি, এই জীবন, এই আমি, এই তুমি, এই আমরা। আশ্চর্যবোধক এক শব্দ – সময়। অবাক সময়।
সময়ের গহবরে হারিয়ে গেছে ক্ষমতাধর রাজা বাদশা, প্রজা, যোদ্ধা, পন্ডিত, জ্ঞানী, বিজ্ঞানী, ভিখারী, আতুর, অন্ধ, সবাই, সবাই। স্মৃতি, সবি স্মৃতি, ইতিহাস। ভালো আর মন্দের, সময়ে ভালো কর্ম সাধন করারা আজ ভালোর ইতিহাসে, আর খারাপেরা কুখ্যাতের খাতায়।
মোটা মোটা মলাটে আবদ্ধ আঁকিবুকিতে লিখা বইয়ের কথাগুলো আমাদের হারিয়ে যাওয়া সময়ের কথা বলে। হাসি আনন্দ, দু:খ বেদনার কথা বলে, শৌর্য বির্যের কথা বলে, খ্যাতি, কুখ্যাতির কথা বলে।
সময় একটি শব্দ। সময়ের বিবর্তনে কি থেকে যে কিসের সৃষ্টির হয়, কে কখন কোথা থেকে কোথায় হারিয়ে যায় ? কেউ জানেনা। এই আজকের পরে আসছে যে আগামীকাল তখন আমি কোথায় যাবো, কি হবে আমার এই অস্তিত্বের – কিছুই কি জানি ? এইতো মাত্র অল্প সময় পুর্বের কিছু ইতিহাস ..
জরাজীর্ন আর কিছু লোকের সমন্বয়ে যে পোষ্ট অফিস ঘরে একটা চিঠি বা মানি অর্ডার আসার অপেক্ষায় তীর্থের কাকের মত জনতা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, সেই ঘর আজ পরিত্যক্ত।
যেই ছেলে মহল্লার রাস্তার মোড়ে বন্ধুদের নিয়ে ফুঁকতো সিগারেটের পর সিগারেট, ছাড়ত অহংকারের ধোয়া, সে ছেলে এখন ক্যান্সারের রোগী হয়ে মহল্লার সবার কাছে দোয়া চায়।
মাসের প্রথম সপ্তাহে ভাড়া দিতে না পারলে বাসা ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজিসাহেব নামের বাড়িওয়ালা, তিনি আজ শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে।
যে শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটাকে অমানুষ বলে প্রতিদিন অপমান করতেন, সেই ছেলেটাই আজকে দায়িত্ব নিয়েছে শিক্ষকের সন্তানকে মানুষ বানানোর বৈশ্বিক চ্যালেন্জের।
ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার জন্য যেই লোক’টা কাঠফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ তার বাড়ির সামনে লোকজন লাইন ধরে বসে থাকে পেট ভরে খেতে পাবে সেই আশায়।
পূর্ব পুরুষ হতে প্রজন্ম প্রজন্ম ধরে যারা আপনার বাড়িতে কাজ করে পেটের জ্বালা মিটাতো, তাদের সন্তানেরা আজ আপনার বংশধরদের ভিটে ছাড়া করার যুদ্ধে লিপ্ত।
সময় খুব’ই নির্মম, খুব’ই অমানবিক। অবাক সময়।
আবার মাঝে মাঝে খুব’ই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে সামনে, আপনি আমি টেরই পাাবোনা।
সময় সে কখনোই স্থির নয়। সে কখনোই আপনার আমার আমাদের নয়, সারাজীবন আপনার পক্ষেও নয়, আবার বিপক্ষেও নয় ।
সুতরাং এই সময়ের সুযোগে দম্ভ, প্রতিশোধ পরায়ন, হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নাই। নাই অহংকার করার মতো কিছু। এই সময় কারোরই সমান যায়না। আজ আপনি উপরে, কাল নিচে। আজ সুখে, কাল দুখে। আজ বিত্ত বৈভরের আকাশ চুঁড়ায়, কাল পথের ভিখেরী। আজ রাজা, কাল প্রজা। আজ শ্রেষ্ট যোদ্ধা, কাল দুর্বল অসহায় এক বৃদ্ধ।
হয়তো আপনি আমি আজ কষ্টে আছি.. এই কষ্টের সময়ও একদিন ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য্য ধরে আমাদের সময়ের সৎ ব্যবহার করে যেতে হবে। সাথে গন্তব্যে পৌঁছানোর পরিশ্রম..