
নীল দংশন
নীল দংশন
-আজিজ বিন নুর
তোমার নীল দংশনে
আমার পৌষালী মনে উঠে বৈশাখী ঝড়
তোমার নীল দংশনে
প্রেতাত্মায় ভরে যায় আমার স্মৃতির শহর।
বেদনার পাহাড় ফুঁড়ে উঠে যায়
বিবমিষার বিষাক্ত ফুলকির বাণ
তোমার নীল দংশনে
পাথরচাপা পড়ে হৃদয়ের কোমল বাগান।
সবুজ ঘাসের মাঠ আকাশের সাথে বলে
হৃদয় নিঙড়িয়ে সব বেদনার কথা
তোমার নীল দংশনে
লাভার আগ্নেয়স্রোতে ডোবায় বিষণ্নতা।
অসহায়ের শেষ শ্বাসে লোহার পেরেক
গলিত লাভায় যেন মৃত্যুর অনুরণ
তোমার নীল দংশনে
আমাকেই অভিশাপে ডোবায় এই মন!
Subscribe
Login
0 Comments