মুর্খের নেতা হওয়া

মুর্খের নেতা হওয়া – একটি কলমের প্রতিবাদ। আমাদের সমাজে ইদানিং এক শ্রেনীর মানুষের নেতা হবার প্রবনতা খুব বেড়ে গেছে। তাদের নেতা হতে হবে। দেয়ালে দেয়ালে বিশালাকৃতির পোষ্টার, ফেষ্টুন, ব্যানার সাটতে হবে। নিজেকে জাহির করতে হবে। ক্ষমতা কুক্ষিগত করতে হবে। এবং এই ক্ষমতার দাপটে দাপড়ে বেড়াতে হবে সমাজ, সংসার, দেশ-সর্বত্র। নেতা হবার মতোন কতটুকু যোগ্যতা আছে, তা বিচার বিশ্লেষন করার মতোন জ্ঞানটুকুও যাদের নেই, তারাই আজ নেতা হবার জন্য অবিরাম তোড় জোড় করে যাচ্ছে। যে যেখানে পারছে, অমুক সমিতি, তমুক এসোসিয়েশন, তকুম অর্গানাইজেশণ, খালি দল, ভরা লীগ, হুদাই পার্টি – নেই, থেমে নেই কেউ। হর্দম গলদঘর্ম হয়ে ছূটে চলছে নেতা হবার আশায়। সেইসব প্রানপন চেষ্টা করা ’নিজপ্রেমী’ ‘মুই কি হনু’ ভাইদের উদ্দেশ্যেই আজকের এই বয়ান:

মুর্খের নেতা হওয়া
-মোহম্মদ শওকত আকবার

আমার একটি ফ্ল্যাট আছে
আছে একটি গাড়িও
নেতা এবার হয়েই যাবো
কেই মানুক না যদিও

কুছ নেহি পরোয়া
হাতে আছে আইফোন
খুলবো গ্রুপ হোয়াটস আপে
হলেই হলো এক দেড় জন

চাকরি যদি ছোটোও
অফিসের তো অফিসার
সমাজপতি হবোই এবার
সামনে দাঁড়ায় কে আমার

“মুই কি হনু” বুঝাতে হবে
হোক না খরচ দু চার লাখ
ব্যাংক থেকে তো নিয়েছি লোন
স্ত্রী সন্তান নিপাত যাক

খাবো কয়দিন ডাটে ফাটে
সাথে নিয়ে দুই চার জন
বাচ্চা কাচ্চা না খেয়ে থাক
তাদের আমার কি প্রয়োজন

নেতা হবো,

পাতি নেতা, ছাতি নেতা, মুরগি নেতা, কদু নেতা, কিংবা হিসু নেতা,
একটা পদ পেলেই এবার
করবো সমাজ ফাতা ফাতা

পরিশেষে, দেশ, সমাজ, শিক্ষিত জাতি বিনির্মানে নেতার প্রয়োজন । যে নেতা সমাজের পরিবর্তন আনবে। উন্নয়ন হবে দেশ, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে জাতি। আমাদের সে নেতার প্রয়োজন।

সাবধান! এমন নেতা নয়, যে নিজেই কিনা ‘নেতা’ শব্দের অর্থ এবং এর কর্মকান্ড সম্পর্কে অবগত নয়। তারা উন্নয়নের পরিবর্তে ধ্বংস করবে আমার সংসার, আমার সমাজ, আমার দেশ ।

আমার সমাজ, আমার দেশ পরিচালনায় দেখুন আজ কারা ? আর কতোটুকুই বা উন্নয়ন হচ্ছে দেশর কতোটুকু উন্নয়ন হচ্ছে দেশের এইসব নেতাদের.. ভাবুন, চিন্তা করুন.. 

দেশটা আপনার! আমার! আমাদের! আমাদের সকলের! আর দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আপনার, আমার, আমাদের, আমাদের সকলের।

নেতা হোন, সত্যিকারের নেতা, দেশপ্রেমিক নেতা, মানবতার নেতা, ধর্মের নেতা, সত্যের নেতা, সাম্যের নেতা, সর্বোপরি মানুষের নেতা।

রচনাকাল: ২০২৩ইং