নেতা সমাচার : ইহা বর্তমান সময়ের একখানা প্রামান্য চিত্রই বটে। নেতা সমাচার, ইহা বড়ই এক কষ্টের বয়ান। কহিতে বড়ই লজ্জা লাগে- সমাজ, দেশ আজ নেতায় নেতায় সয়লাব। বড় নেতা, ছোট নেতা, মাঝারী নেতা, পাতলা নেতা, মোটা নেতা, সেচরা নেতা, লুইচ্যা নেতা, উঠতি নেতা, পাতি নেতায় আমার জন্মভূমি টই-টুম্বুর। গৃহে গৃহে নেতা, মহল্লায় মহল্লায় নেতা, পাড়ায় পাড়ায় নেতা, থানায় থানায় নেতা, জেলায় জেলায় নেতা, নেতা আর নেতা। রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে সরকার, সেই ক্ষমতাশীন সরকারের দলীয় নেতায় আজ ভরিয়া গিয়াছে সমগ্র দেশ। মেগাসিটি হইতে আরম্ভ করিয়া প্রত্যন্ত পল্লীগৃহেও দাপড়ে বেড়াচ্ছে এইসকল নেতাদের প্রেতাত্না। গৃহ থেকে আরম্ভ করিয়া ফুটপাত, হাট-বাজার দখল করিয়া লইয়াছে এইসব নেতারা। নেতা ছাড়া আম-আদমী খুঁজিয়া পাওয়া আজ বড়ই দুস্কর।
নেতা সমাচার
– শওকত আকবার
দেশে কাক বেশি না নেতা বেশি
প্রশ্ন করা হলে-
নেতায় ভরে গেছে দেশ
জবাবে ছাত্র বলে
বুঝলে কিভাবে ব্যাখ্যা দাও
টিচার জানতে চান-
বলছি স্যার বুঝিয়ে, একটু দাড়ান
বাবা হলেন সভাপতি আমার মহল্লার,
মা আমার সেক্রেটারি,মহিলা সংস্থার,
বড় ভাই ছাত্র নেতা, চাচা ক্যাশিয়ার,
দাদার পদ উপদেষ্টা, দাদী প্রচার,
নানি আমার বন সম্পাদক, নানা পশু নেতা,
আমি দেখেন এই স্কুলের
সকল ছাত্রের মাথা।
আপনি আছেন প্রচার পদে শিক্ষক সমিতির,
হেড স্যার হলেন আহবায়ক সেই কমিটির,
ম্যাথ টিচার ম্যাথ সোসাইটির তথ্য সম্পাদক,
বোটানি ম্যাডাম নারী অধিকারে দিচ্ছেন হাক ডাক,
বানিয়েছেন নতুন দল ধর্ম স্যারকে নিয়ে
হুজুর আমার শেভ করেছেন সমাজ উন্নয়নে,
দপ্তরি ব্যাস্ত দপ্তর নিয়ে স্বাধীকার আন্দোলনে,
বুয়া দৌঁড়ায় বাড়ি বাড়ি বিধবার কল্যানে,
সাংগঠনিক সম্পাদক ঈমাম সাহেব
“ল্যান্ড মিডিয়া” দলে,
বেচা-বিক্রি জমি জমা
তার আদর্শের মুলে।
বুঝেচি বুঝেছি হয়েছে অনেক
একটু ক্ষেমা দে
নিজের কাছে লাগছে শরম
ঢেড় হয়েছে-
থামলে কি আর হবে স্যার
বলতে দেন না কিছু
নেতাগিড়ি বিশাল প্রতিভা
বাকি সবাই কচু-
আমার দেশের মাটি কনা
এতোটাই উর্বর,
নেতার সৃষ্টি হতেই থাকে
বছরের পর বছর।
বিশেষ দ্রষ্টব্য : ইহা কেবল একজন আবাল মুর্খের নিজস্ব দৃষ্টিভঙ্গিই বটে। মুর্খ তো আর নিজে কিছু করিবার মতোন ক্ষেমতা রাখেনা, তাই সাচ্ছন্দে পরনিন্দা করিয়া বেড়াইতেই মুর্খ ভালোবাসে। ইহাতে মুর্খকে আপনি ভৎসর্না করিলেও মুর্খের গায়ে কোনোরকম ফোশ্কা পড়িবেনা বা মুর্খেরও কোনোরুপ পরিবর্তনও ঘটিবেনা। কেননা মুর্খ সে-তো মুর্খই। ভালোমন্দ বুঝার মতোন জ্ঞান কি মুর্খ রাখে ? যদি তাই রাখিতো তাহা হইলে কি মুর্খ এইরুপ আন্ডাপচা কবিতা রচনা করিতো ?

রচনাকাল : এপ্রিল, ২০২৪ইং