
টিক টকারের কদর বেশী
টিক টকারের কদর বেশী কবিতায় সোশ্যাল মিডিয়ার বদৌলতে বেড়ে উঠা অতি(!) বুদ্ধিজীবি (কিছু কিছু) টিক টকারদের তাদের উন্নততর (?) বৃদ্ধিমত্তা, তাদের বেলেল্লাপনা, বেহায়াপনা, প্রগতির নামে উগ্রতা, শালীনতা বিবর্জিত অস্থির যতসব ভিডিও নিয়ে উদ্বিগ্ন এক অর্ধ শিক্ষিত (..) কবির আর্তনাদ।
টিক টকারের কদর বেশী
ইনকাম তাদের বেশ,
সুখ্যাতি বিশ্ব জোড়া
দেশ ছেড়ে বিদেশ।
নোংরা যত ছাইভস্ম
দিচ্ছে সদা পোষ্ট,
1000M ভিউ পেতে
করছে আরো বুষ্ট।
দু চার মাসেই হচ্ছে তাদের
ফ্ল্যাট, গাড়ি বাড়ি,
এদেশ সেদেশ ভ্রমন করে
পাসপোর্ট করছে ভারি।
অশ্লীলতা, বেহায়াপনার
কমতি কিছুই নাই,
খিস্তি খেউড়ি পোষ্টের সাথে
ফ্রি সর্বদাই।
কবি, লেখক বুদ্ধিজীবী
লাজে মরে আজ,
কোথায় যাচ্ছে জাতি আমার
কোথায় সমাজ।
প্রতি দিনই নিচ্ছে জনম
ঘরে ঘরে টিক টকার,
লাজ শরমের ঘরে নামছে
নিকষ কালো অন্ধকার।
পুনশ্চ: বুষ্টের বদৌলতে অশ্লীল অঙ্গভঙ্গি, হুড়োহুড়ি, খিস্তি খেউড়ির ভিডিও হয়েতো সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডর জন্য ভিজিটরদের কাছে যাচ্ছে। একবারও কি ভেবে দেখেছেন আপনার ভিডিওটি কি বার্তা দিচ্ছে? আপনার ভিউয়ার আর ফলোয়ারদের কি উপহার দিচ্ছেন আপনি। টাকা খরচ করে যেহেতু ফলোয়ার ক্রয় করছেন, আপনি আবার বেশ ভালোই ইনকাম করছেন, তাহলে কি একবারও আপনার বিবেক আপনাকে প্রশ্ন করেনা- কি খাওয়াচ্ছেন আপনি?
সকল সন্মানিত টিক টকার ভাই বোনদের বলছি, আপনার একটি বার্তাবহ ভিডিও সমাজ, সংসার, দেশ, জাতি, নতুন প্রজন্ম গঠনে অনেক ভুমিকা রাখতে পারে।
আমার এই আর্টিকেল দুই/চার এর বেশী ভিউ পাবেনা। জানি। তবুও মনের ভেতরে জমে থাকা কষ্টের কথাগুলো উপস্থাপন করলাম।