কি মানবতার নাম

রক্তের গায়ে লেখা নাম ফিলিস্তিন
বৃষ্টি- বৃষ্টি মেঘের নাম আর্তনাদ-
বিশ্ব চুপ থাকার নাম ফিলিস্তিন;
অগুনিত শিশুর হত্যার নাম ইসরাইল
ঈশ্বর দেখছে- মানুষও দেখছে-
কেনো বিশ্ববিবেক শুধু নির্বাক?
দু’চোখ বন্ধ করে দেখো একবার-
ঐ শিশু হতেও পারতো তোমার আমার
কি নির্বাক নিঃশ্বাসে করো হাহাকার;
রক্তের গায়ে লেখা নাম ফিলিস্তিন-
নিঠুর নিয়তির নাম কেনো ফিলিস্তিন-
বিশ্বাস করবো কাকে কি মানবতার নাম
ফুরায়নি তোমার রক্ত ঝরা স্বার্থের দাম।
২৬-৫-২৫
Subscribe
Login
0 Comments