
অপ্রত্যয়ের নকশা
অপ্রত্যয়ের নকশা
সাইরেনের ছায়ায় ঘুমোয় ক্ষুধা,
রুটির পাশে থাকে নিষিদ্ধ রোদের কবর।
অটোওয়ালা এখন এক চলন্ত নীরবতা—
পিছলে পড়ে রাষ্ট্র,
তবুও দাঁড়িয়ে থাকে তার চোখে
চাকার নিচে পিষে যাওয়া
একটি ভাষাহীন দেশ।
মানবতার মুখে রাষ্ট্র নীরব হলে, চাকা থামে শুধু রাস্তায় নয়—সমাজের হৃদপিণ্ডেও…।
– মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
চমৎকার কবি দা