
রক্ত ভেজা কবিতা
রক্ত ভেজা কবিতা
সাম্য এই বাংলার মাঠে গঞ্জে
ধানের শীষে মিশে থাকবে!
এক ঝাক পাখির কণ্ঠে গান
শুনতে পাবো ভোর হইলেই;
রক্ত ভেজাই কবিতায় হবে
সন্ধ্যার জেগে উঠবে কণ্ঠ
বজ্রপাত- কেনো এই রক্তপাত?
আর কত রক্ত পেলে ধামবে
স্বৈরাচার- তোমাদের হৃদয় নেই-
পাষাণ হিংসায় মারো সাম্য মত প্রাণ;
১৫-৫-২৫
বলছি শুনো’তে চমৎকার সব আর্টিকেল লিখছেন আমাদের গুনী কবি ও লেখকেরা। ভিঊ হচ্ছে কিন্তু কমেন্টস নেই। সন্মানিত সকল কবি ও কন্টেন্ট রাইটারদের কাছে সবিনয় অনুরোধ, সকল ধরনের লিখায় কমেন্ট করুন। কমেন্ট হলে অসম্ভব ভালো লিখা তৈরি হবে। আপনারা আরো নতুন নতুন লেখকদের সৃষ্টি করতে পারবেন।
সকল ধরনের কন্টেন্ট লিখুন। সাইটে সব ধরনের ভিউয়ার বৃদ্ধি পাবে। আপনার লিখার একটি বিশাল পাঠক সাম্রাজ্য গঠন করতে সহজ হবে।
সকলকে বলছি শুনো’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।