
অন্তর্জাল জানালায় নিষিদ্ধ আকাঙ্ক্ষার অনুপ্রাস
জানালার ফ্রেমে এক নারীর মুখ—যেন বিকেলের চিন্তাশীলতা,
হাসিটা তার, অ্যাবসার্ড হাস্যরসের মতো—আত্মার আর্তি ঢেকে দেয়।
মাথায় ফুল, যেন সভ্যতার শেষ চেষ্টায় রঙিন একটি নিদর্শন,
দৃষ্টি তার, পুঁজিবাদের পাঁকে ডোবা স্বপ্নের শেষ দৃশ্যপট।
সে এক চলমান থিসিস—অপরাধ, প্রেম ও প্রতিবাদের মাঝামাঝি,
ইনবক্সের নীরবতাও যেখানে উত্তরাধুনিক প্রেমের ব্যাকরণে বাঁধা—
মজে যাই আমি পরকীয়া হাসিতে, নিষিদ্ধ আকাঙ্ক্ষার অনুপ্রাসে…।
Subscribe
Login
0 Comments