
শব্দশিরায় স্বৈরভবিষ্যৎ
শব্দশিরায় স্বৈরভবিষ্যৎ
নিশ্বাস—একটা মুমুর্ষু শব্দ
ভেসে চলে মানচিত্র-নদীর শিরায়,
বুক—একটা ভারী ঢেউ,
রাত্রির অন্ধকারে থরথর করে কাঁপে।
চোখ—স্বৈরতার ছলনাময় আয়না,
যেখানে নাগরিক ন্যায্যতা—
একটা ভাঙা শব্দ
ধ্বংসের মুখে দাঁড়িয়ে চিৎকার করে।
ঠোঁট—একটা ছিন্নসংকেত,
ধমনীতে ছুটে যায় বিদ্যুতের মতো
একটা অপূর্ণ বিস্ফোরণ।
যেখানে শব্দ থেমে যায়, সেখানে শুরু হয় সত্যের আসল শোরগোল।
Subscribe
Login
0 Comments