
অন্তর্লীন আলোকস্তম্ভ
অন্তর্লীন আলোকস্তম্ভ
[কবি জরিনা আখতার’র জন্মদিনে নিবেদিত কবিতা ]
জোনাকির কাঁধে যে পুড়ে যায় নীরব চেতনার দূত,
তার দৃষ্টিতে গড়ে ওঠে আকাশের গোপন ব্যাকরণ।
ধ্বংসের ধুলোমাটি মেখে ওঠে যে নারীর অভিজ্ঞান—
তাঁর ভাষায় জেগে থাকে জলজ ঈশ্বরীর উন্মোচন।
ছায়ারও গর্ভে যে আলো, সে জানে আত্মঘাতী ফুলের নাম,
তার কবিতায় ব্যথা নয়, বহ্নিমান এক বিশ্ববীক্ষার প্রণাম।
আকাশ যখন দেহহীন, শূন্যতাও পায় তাঁর সংজ্ঞা—
প্রতিবাদের শব্দই পরম সত্যের উৎসার…
Subscribe
Login
0 Comments