নিজের জন্য দোয়া : হাদিসে দোয়া করাকে স্বতন্ত্র ইবাদত বলে উল্লেখ করা হয়েছে। সাহাবি নোমান বিন বাশির (রা.) এর সূত্রে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ, হাদিস : ১৪৮১)
আল্লাহ তায়ালা নিজেও পবিত্র কোরআনে তার বান্দাদের বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়েছেন। বর্ণিত হয়েছে,
وَقَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَہَنَّمَ دٰخِرِیۡنَ
তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাক। আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা : মুমিন, আয়াত : ৬০)
নিজের জন্য দোয়া : জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য সর্বদা আমাদের পড়া উচিত, অনেক মর্তবা সম্পন্ন একটি দোয়া : اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
উচ্চারন: “আল্লাহুম্মা আজিরনি মিনান নার।“
অর্থ: “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও”