
নোনাজল ঢেউ আঁকে মরমী গান
নোনাজল ঢেউ আঁকে মরমী গান
সর্বভুক কথারা বসে নেই—
হেঁটে চলে, থেমে যায়, ফেরে ভাবনায়।
কখনো ওরা চিত্রা হরিণের ছানার মতো
হাঁপাতে হাঁপাতে লাফিয়ে দৌড়ায়!
ইচ্ছেডানার পালক উড়ে যায়
শৈশব-বাসন্তী আকাশে,
স্বপ্নাহত পাখির নিরাশ্রয় প্রেম
নিরালায় হাসে চুপচাপ।
অন্তরঙ্গ শব্দেরা খই ফোটায়
বিমর্ষ জানালার ছায়ায়।
স্মৃতির আখ্যানে আটকে আছে
নিয়তির দেহকাল—
জ্যোৎস্নাস্রোতের কাঁধে ভর দিয়ে
হাতড়ে চলে একপসলা মেঘছায়া অন্ধকার।
বাড়ন্ত নদীটা আজ হৃদরোগে আক্রান্ত—
বসানো হয়েছে কৃত্রিম হৃদপিণ্ড;
তবু নোনাজল ঢেউ
মরমী চোখে গান লেখে অবিরত
প্রণয়ী ডাহুকের নামে…
Subscribe
Login
0 Comments