কালিমা | আল্লাহর তাওহীদ এবং মুহাম্মাদ (সা:) এর রিসালাতের সাক্ষ্য

কালিমা শব্দের অর্থ কথা বা বাণী। ইসলামী শরীয়তের ভাষায় কালিমা হলো, যে বাণী আল্লাহর পরিচয় দেয়ার মাধ্যমে সত‍্যের পথ দেখায়। মুসলমান হতে হলে যে কথাগুলো মনে বিশ্বাস করতে হবে ও কাজে পালন করতে হবে সেই কথাগুলোকে কালিমা বলে। অর্থ বিশ্লেষন করলে দেখা যায় সবগুলো কালিমার মুল ভাবার্থ একই এবং বাক্যগুলোর অর্থ সুন্দর।

আসুন জানি কালিমার অর্থ :

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”orange”]কালিমা-ই তায়্যিবা[/highlight]

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله

উচ্চারন : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

অর্থ: আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই, মুহাম্মাদ (স.) আল্লাহর রাসুল।

[/box]

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”blue”]কালিমা-ই শাহাদাত[/highlight]

اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَريْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه

উচ্চারন : আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই, তিনি এক- তাঁর কোন অংশীদার নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স.) আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।

[/box]

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”yellow”]কালিমা-ই তাওহীদ[/highlight]

لَا اِلَهَ اِلَّا اَنْتَ وَاحِدَ لَّاثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ

উচ্চারন: লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকীনা রাসুলু রাব্বিল আলামীন।

অর্থ: তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। আল্লাহর রাসুল মুহাম্মাদ(সা.) আল্লাহভীরুদের নেতা ও বিশ্ব প্রতিপালকের রাসূল।

[/box]

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”pink”]কালিমা-ই তামজীদ[/highlight]

لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ نُوْراً يَهْدِيْ اللهُ لِنُوْرِهِ مَنْ يَشَاءُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ إِمَامُ الْمُرْسَلِيْنَ خَاتَمُ النَّبِيِّيْنَ

উচ্চারন: লা ইলাহা ইল্লা আনতা নূ-রাই ইহায়দিয়াল্লাহু লিনূরিহী মাই-ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা ওয়া খাতামান নাবিয়্যীন।

অর্থ: তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূর দ্বারা পথ প্রদর্শণ কর। মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল, রাসুলগণের নেতা এবং সর্বশেষ নবী।

[/box]

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”green”]ঈমান-ই মুজমাল[/highlight]

امَنْتُ بِاللهِ كَمَا هُوَ بِاَسْمَائِه وَصِفَاتِه وَقَبِلْتُ جَمِيْعَ اَحْكَامِه وَاَرْكَانِه

উচ্চারন: আ-মানতু বিল্লা-হি কামা-হুয়া বিআসমা-ইহী ওয়া সিফা-তিহী ওয়া ক্বাবিলতু জামী-আ আহকা-মিহী ওয়া আরকা-নিহী।

অর্থ: আমি আল্লাহ তা’আলার উপর ঈমান আনলাম। তিনি যেমন, তার নামসমূহ ও তাঁর গুণাবলী সহকারে এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত হুকুম-আহকাম ও বিধি-বিধান।

[/box]

[box type=”shadow” align=”” class=”” width=””]

[highlight color=”orange”]ঈমান-ই মুফাসসাল[/highlight]

امَنْتُ بِاللهِ وَمَلئِكَتِه وَكُتُبِه وَرَسُوْلِه وَالْيَوْمِ الْاخِرِ وَالْقَدْرِ خَيْرِه وَشَرِّه مِنَ اللهِ تَعَالى وَالْبَعْثِ بَعْدَالْمَوْتِ

উচ্চারন: আ-মানতু বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াউমিল আ-খিরী, ওয়াল ক্বাদরি খায়রিহী-ওয়া শাররিহী মিনাল্লা-হি তাআলা ওয়াল বা’সি বা’দাল মাওত।

অর্থ: আমি ঈমান আনলাম আল্লাহর উপর তাঁর ফিরিশতাদের উপর, তাঁর আসমানী কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিবসের উপর আর এর উপর যে, অদৃষ্টের ভাল-মন্দআল্লাহ তা’আলার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর।

[/box]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *