
নিরুত্তর দীঘির মুখে প্রশ্ন রেখে যাই
[কবি খালেদ উদ-দীন-এর জন্মদিনে নিবেদিত]
সময়ের হাড়গোড় ধুয়ে দেয় গ্রীষ্মজল,
অরণ্যের হরিণেরা ঘুমিয়ে পড়ে প্রতিধ্বনিতে।
প্রতিটি প্রশ্ন—একেকটি অনন্ত প্রবাহ,
ফিরে আসে না, তবু গর্জে ওঠে দীঘির অভ্যন্তরে।
আমরা যারা ছায়ার নিচে প্রতিচ্ছবি খুঁজি,
তারা অন্ধকারের বুক ছিঁড়ে সূর্য দেখে না—
শুধু শুনি শূন্যে ঝুলে থাকা উক্তির মতো নিঃশব্দ আহ্বান:
“সাময়িকতা হলো স্থায়িত্বের এক অভিনব ছলনা।”
তাই প্রতিটি কবিতা হয় নীহারিকায় আটকে পড়া নামহীন পাখি,
আর প্রতিটি কবি দীঘির গভীরে খুঁজে ফেরে তার নিজস্ব নক্ষত্র…।
Subscribe
Login
0 Comments