
ছবির ভিতরে চেতনার গতি
রাত পেরিয়ে শহরের ঘুমচোখে
শামস শামীম হাঁটেন প্রশ্ন নিয়ে,
তাঁর লেন্সে ধরা পড়ে—
শুধু খবর নয়, হাওরপাড়ের নীরব কষ্ট।
তুলে আনেন এক ফ্রেমে জীবন,
বলা না-কথারা দাঁড়ায় হেডলাইন হয়ে।
তার রিপোর্টে কান্না, প্রেম, প্রতিবাদ—সবই জেগে থাকে।
যে সংবাদদাতা হৃদয়ের দৃশ্য ধরে, তার ক্যামেরাই ইতিহাস রচনা করে…।
Subscribe
Login
0 Comments