
বৈঠার অপেক্ষা
তুমি বলেছিলে ফিরে আসো,
আমি বৈঠার টান বাড়িয়েছিলাম আরও।
হাওরের কুয়াশা লিখে দেয় চিঠি,
যার প্রাপক তুমি, অথচ পাঠ অসম্পূর্ণ।
জলজোছনায় মুখ লুকায় প্রেমিক নদী,
পাহাড়ের ছায়া গায়ে মেখে—
তবু প্রলয়েও ডোবে না প্রেম,
সে থাকে ধ্যানের মতো গহীনে।
প্রেম স্থির নয়, সে আশ্রয় খোঁজে অপেক্ষার মাঝে…।
Subscribe
Login
0 Comments