স্বার্থ..
– মোহাম্মদ শওকত আকবার
স্বার্থ ছাড়া এই দুনিয়ায়
কেউ ফেলেনা পা,
আপন আপন করি যারে
সেতো আপন না।
স্বার্থ দেখে ভাই বোনে
স্ত্রী আর স্বামী,
স্বার্থ ছাড়া মুল্যহীন
তুমি আর আমি।
মানব সেবা, ধর্ম সেবা
‘ফন্দি’ সেবার যত,
সকল সেবার মাঝেই আছে
স্বার্থ লুকায়িত।
স্বার্থের কাছে বিকিয়েছি
বিবেক, বুদ্ধি, হুশ,
নিজেকে নিজেই প্রশ্ন করি
আমি কি মানুষ?
