দোয়ায়ে ইউনুস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানে বলেন : فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ – ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি, ওয়া কাজালিকা নুনাজ্জিল মুমিনিন। [আমি তাঁর (নবী ইউনুসের) ডাকে সাড়া দিয়েছিলাম। তাঁকে দু:খ থেকে মুক্তি দিয়েছিলাম। মুমিনদের আমি এভাবেই উদ্ধার করি। -সূরা আল আম্বিয়া: ৮৮]
সুরা আম্বিয়ার ৮৭ নং আয়াতের শেষ অংশই হচ্ছে দোয়ায়ে ইউনুস –
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারন : লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজজলিমীন।’
অর্থ: ইয়া আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। –সূরা আল আম্বিয়া: ৮৭
হযরত ইউনুস (আ:) অত্যন্ত সম্মান, বিনয় ও কাতর স্বরে এই দোয়া পাঠ করে মাছের পেট থেকে পরিত্রান পেয়েছিলেন বলেই একে দোয়ায়ে ইউনুস বলা হয়। হযরত ইউনুস (আ:) ৪০ দিন পর্যন্ত অন্ধকার মাছের পেটে থেকে শুধু তাসবিহ-তাহলিল করে নিজের পাপের জন্য অনুশোচনা ব্যক্ত করে কান্নাকাটি করেছিলেন।
দুনিয়াবি যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রানে এই দোয়াটি একাগ্রচিত্তে পাঠ করলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামীন সেই বিপদ থেকে উদ্ধার করবেন। এ প্রসঙ্গে কোরআনুল কারিমের (সূরা আস সাফফাত : ১৩৯-১৪৪) এ ইরশাদ হয়েছে,
وَاِنَّ يُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِيۡنَؕ – ইউনুসও ছিল রসূলদের একজন।
اِذۡ اَبَقَ اِلَى الۡفُلۡكِ الۡمَشۡحُوۡنِۙ – স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।
فَسَاهَمَ فَكَانَ مِنَ الۡمُدۡحَضِيۡنَۚ – অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।
فَالۡتَقَمَهُ الۡحُوۡتُ وَهُوَ مُلِيۡمٌ – পরে এক বৃহদাকার মাছে তাকে গিলে ফেলল। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো।
فَلَوۡلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الۡمُسَبِّحِيۡنَۙ – সে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,
لَلَبِثَ فِىۡ بَطۡنِهٖۤ اِلٰى يَوۡمِ يُبۡعَثُوۡنَۚ – তাহলে নিশ্চিতই তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হত।
তাই প্রতিটি মুমিনের উচিত, বিপদ আপদে বা সংকটপূর্ন মুহুর্তে অস্থির না হয়ে ধৈর্য ধারন করে শুধু আল্লাহ পাকের কাছেই সাহায্য প্রার্থনা করা আর তার তাসবীহ তাহলিল পাঠ করা।
আল্লাহ আমাদের তার উপর পরিপূর্ন আস্থা এনে সবুর করার তৌফিক দান করুন। আমিন।
لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
” ইয়া আল্লাহ,আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী “