রক্তেই ভিজে

রক্তেই ভিজে
সরকার আলমগীর
অমর জুলাইয়ের কথা শুনলেই
কেঁপে উঠবে
৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশ,
কেঁপে উঠবে
১৭ কোটি মানুষের দুর্বিষহ ক্ষণ!
রক্তেই ভিজে-
চির লাল সবুজের পতাকার মাঠ;
জুলাই মানেই
এক শোকবহ স্বপ্ন বিভোর রাত
যেখানে অমর
কবিতার চয়ন আবু সাইদ, মুগ্ধ
৩৬শে বীরশ্রেষ্ঠ!
০১-৭-২৫
Subscribe
Login
0 Comments