
জল ছুঁয়ে নদী
জল ছুঁয়ে নদী
-সরকার আলমগীর
কবির দূরত্বটা এক নদীর জল স্রোত
যেখানে বনহাঁস সাঁতার কাটে;
সাদা মেঘের অভিমানে কালো মেঘের হাতছানি
তবু কবির অপেক্ষার জল বিরম্বনা-
বোঝে না কবিতার বনলতার চোখ
এভাবেই শুধু মাঠের পর মাঠ কবির হাতছানি;
দূরত্বটা অপেক্ষা মান কষ্টের বাহুটান-
সোনালী ফসলের নেই নবান্নের উঠান
অথচ কবির হাল চাষে লাঙ্গলের ব্যথায়
এক কবিতার সৃষ্টিই জল ছুঁয়ে নদী।
জল ছুঁয়ে নদী
রচনা-15.06.2025
Subscribe
Login
0 Comments